ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মামুনের চুক্তির মেয়াদ বাড়ল

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মামুনের চুক্তির মেয়াদ বাড়ল

সচিবালয় প্রতিবেদক : প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. মামুন অর রশিদকে একই পদে আরো দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, ২৪ মার্চ বা যোগদানের তারিখ থেকে তার চুক্তির মেয়াদ দুই বছরের জন্য বাড়ানো হয়েছে।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক প্রথম প্রেস সচিব মামুন ২০১৫ সালের ২৪ মার্চ এক বছরের চুক্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে উপ-প্রেস সচিব হিসাবে নিয়োগ পান। ২০১৬ সালের ১৩ এপ্রিল এক বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

নতুন করে চুক্তির মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত ঠিক করে নতুন চুক্তিপত্র করতে হবে বলে আদেশে বলা হয়েছে।

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৭/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়