ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘শিগগিরই নবম ওয়েজ বোর্ড’

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শিগগিরই নবম ওয়েজ বোর্ড’

সংসদ প্রতিবেদক : শিগগিরই সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার জাতীয় সংসদ ভবনে পঞ্চদশ অধিবেশনে হুইপ শাহাবুদ্দিনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। যদিও ওই কমিটিতে এখনো মালিক পক্ষের কোনো প্রতিনিধির নাম দেওয়া হয়েনি। মালিক পক্ষের প্রতিনিধির নাম দেওয়ার পর মালিক, সাংবাদিক ও শ্রমিক পক্ষ মিলে বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নবম ওয়েজ বোর্ড গঠন করা হবে।’

তিনি আরো বলেন, ‘ওয়েজ বোর্ড বাস্তবায়নের ক্ষেত্রে মালিক ও শ্রমিকদের পদক্ষেপ নিতে হবে। সরকার মধ্যস্ততা করে মাত্র। মালিক পক্ষের সঙ্গে সমন্বয় করে খুব শিগগিরই ওয়েজ বোর্ড গঠন করা হবে।’

অপর এক প্রশ্নের জবাবে ইনু জানান, দেশে বর্তমানে  দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক ও ষাণ্মাষিক মিলিয়ে  নিবন্ধিত মোট ২ হাজার ৮৫৫টি পত্রিকা  রয়েছে।

রবিশাল-৬ আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে কি না, তা তদারকি করতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরকে সভাপতি করে নয় সদস্যের মনিটরিং টিম গঠন করা হয়েছে। যারা সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদেরকে সর্বশেষ সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করছে কি না, তা তদারকি করছে। ইতিমধ্যে এ কমিটি বেশ কিছু পত্রিকার অফিস পরিদর্শন করেছে।’

এর আগে বিকেল ৫টা ১৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।



রাইজিংবিডি/ঢাকা/৭ মে ২০১৭/এম এ রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়