ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘নারীর গৃহকর্মের মূল্যায়ন আনবে নারী-পুরুষ সমতা’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ১৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নারীর গৃহকর্মের মূল্যায়ন আনবে নারী-পুরুষ সমতা’

নিজস্ব প্রতিবেদক : নারীর গৃহকর্মের মূল্যায়ন আনবে নারী-পুরুষ সমতা বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার  রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সেমিনার কক্ষে ‘গৃহস্থালি কর্মকাণ্ডে নারীর শ্রম’ শীর্ষক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাকশন এইডের সহায়তায় পিআইবি এ কর্মশালার আয়োজন করে।

তিনি বলেন, গৃহস্থালিতে নারীর শ্রমের মূল্যায়ন নারী-পুরুষ সমতায়ন ও জাতীয় প্রবৃদ্ধির সঠিক চিত্রায়নে একান্ত জরুরি। 

২০৩০-এর মধ্যে টেকসই উন্নয়ন অর্জনে লিঙ্গবৈষম্য সম্পূর্ণ দূর করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, গৃহস্থালির কাজসহ সব অনানুষ্ঠানিক কাজের মূল্যায়ন ও স্বীকৃতি লিঙ্গবৈষম্য দূর করতে সাহায্য করবে। এক্ষেত্রে নারীশ্রমের যথাযথ মূল্যায়ন হলেই কেবল প্রবৃদ্ধির সঠিক পরিমাপ সম্ভব। নতুবা বিপুল নারীশ্রম জাতীয় প্রবৃদ্ধির হিসাবের বাইরে রয়ে যায়।

তিনি বলেন, শ্রমবিষয়ক খবর এবং সেখানে নারীর শ্রম কতটুকু মূল্যায়িত হচ্ছে সেদিকে সাংবাদিকদের নজর রাখতে হবে। দেখা যায়, গৃহস্থালির কাজ সংসারের নারীরা যখন করে তা মূল্যায়িত হয় না কিন্তু সেই একই কাজ যখন অর্থের বিনিময়ে নিয়োজিত কেউ করে তা মূল্যায়িত হয়।

নারীশ্রমের মূল্যায়ন বিষয়ে গবেষণা ও তা সবার জন্য প্রকাশ করার জন্য কর্মশালা আয়োজকদের আহ্বান জানান তিনি।

পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ড. মেঘনা গুহ ঠাকুরতা, অ্যাকশন এইডের প্রতিনিধি শেখ মনজুর ই আলম প্রমুখ বক্তব্য রাখেন।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৭/আসাদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়