ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ধ্রুবর মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ১৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধ্রুবর মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক : ৪৮ ঘণ্টার মধ্যে বিডিনিউজ২৪ ডটকমের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক গোলাম মুজতবা ধ্রুবর বিরুদ্ধে দায়ের করা আইসিটি মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের পাশাপাশি আগামী রোববার তথ্য মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাংবাদিক ধ্রুবর বিরুদ্ধে বিচারকের দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে’ আয়োজিত মানববন্ধনে এ হুঁশিয়ারি দেয় সাংবাদিক সমাজ।

সাধারণ সাংবাদিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাখাওয়াত হোসেন বাদশাহ বলেন, ‘এটা সাংবাদিক সমাজের বিরুদ্ধে মামলা। ৫৭ ধারা বাতিল না হলে কলম পেশা হুমকির মুখে পড়বে। অবিলম্বে এই কালো আইন বাতিল করতে হবে। আমরা দীর্ঘদিন ধরে ৫৭ ধারা বাতিল করার দাবি করে আসছি। ধ্রুবর মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত  ঢাকা রিপোর্টার্স ইউনিটি তার পাশে থাকবে।’

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ( ক্র্যাব) সভাপতি আবু সালেহ আকন্দ বলেন, ‘গত চার মাসে তিনজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। ৫৭ ধারা শুধু সাংবাদিকদের নিপীড়ন-নির্যাতন করার জন্য ব্যবহার করা হচ্ছে। এর আগে এই ধারা রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, মাদক ব্যবসায়ীরা সাংবাদিকদের বিরুদ্ধে প্রয়োগ করেছে।’

তিনি বলেন, ‘এখন সবশেষে বিচারকও এই কালো আইনে মামলা দিলেন। তাহলে সাংবাদিকরা কোথায় যাবে? দুই দিনের মধ্যে এই মামলা প্রত্যাহার করতে হবে। না হলে রাজপথ নামতে বাধ্য হবে সাংবাদিক সমাজ। তখন যেকোনো পরিস্থিতির দায়ভার ওই বিচারককেই নিতে হবে।’

ক্রাবের প্রাক্তন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, ‘সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা যায়। তবে সেটা ন্যায়সংগত ও যৌক্তিক হতে হবে। ৫৭ ধারায় মামলা করার উদ্দেশ্য হচ্ছে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা। ৫৭ ধারা কালো আইন। সে আইনে একজন বিচারক কীভাবে মামলা করেন।’

মানববন্ধনে অন্যান্য সাংবাদিক ৫৭ ধারা বাতিল, ধ্রুবর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা নিঃশর্ত প্রত্যাহার করে বিচারককে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মানবাধিকার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন নাহার মিনু, ৭১ টিভির সাংবাদিক নাদিয়া শারমিন, চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার  রাশেদ নিজাম,  নতুন সময়ের সিনিয়র রিপোর্টার ইমরান আলী, যমুনা নিউজের ক্রাইম রিপোর্টার সুশান্ত সাহা, ইউথ জার্নালিস্ট ফোরামের রাহাত হুসাইন, বাংলা ট্রিবিউনের রিপোর্টার রশিদ আল রুহানি, ব্রেকিং নিউজের স্টাফ রিপোর্টার আতিক হাসান, পরিবর্তনের স্টাফ রিপোর্টার ফররুখ বাবু, আশিক মাহমুদ, প্রীতম সাহা সুদীপ প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৭/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়