ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নারায়ণগঞ্জে সাংবাদিকদের ডিজিটাল বাংলাদেশ বিষয়ক প্রশিক্ষণ

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারায়ণগঞ্জে সাংবাদিকদের ডিজিটাল বাংলাদেশ বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : পিআইবির আয়োজনে সাংবাদিকদের ডিজিটাল বাংলাদেশ বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে ১৫ ও ১৬ জুন দুই দিনের এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধান ও অর্থায়নে এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগামে নারায়ণগঞ্জের ৩৪ জন সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

শুক্রবার দ্বিতীয় দিনের কর্মশালা শেষে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য  রেখে প্রশিক্ষণার্থীদের মধ্যে সদনপত্র বিতরণ করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, প্রাক্তন প্রেসক্লাব সভাপতি রুমন রেজা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে পিআইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমানের সমন্বয়ে প্রথম দিন প্রশিকক্ষক ছিলেন এটুআই এর এইচ ডি মিডিয়া এক্সপার্ট তানজিলা শারমীন। দ্বিতীয় দিনে প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে।

দুইদিনের প্রশিক্ষণে সাংবাদিকদের জন্য  ডিজিটাল বাংলাদেশ বিষয়ক প্রতিবেদন তৈরি ও সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন  চ্যানেল ২৪ নারায়ণগঞ্জ প্রতিনিধি আহসান সাদিক শাওন, যমুনা টেলিভিশন প্রতিনিধি আমির হুসাইন স্মিথ, আরটিভি প্রতিনিধি মো. শফিকুল ইসলাম সোহেল, একাত্তর টিভি প্রতিনিধি বুলবুল আহমেদ সোহেল, সময় টেলিভিশন প্রতিনিধি শওকত আলী সৈকত, দেশ টিভি প্রতিনিধি হাসান উল রাকিব, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি আনিসুর রহমান জুয়েল, এটিএন বাংলা  প্রতিনিধি আব্দুস সালাম, দীপ্ত টিভির  মৌসুমী রায়, বাংলাভিশন প্রতিনিধি আফজাল হোসেন পন্টি, বৈশাখী টিভি প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, দৈনিক সংবাদ প্রতিনিধি অনতু রেজা, দৈনিক জনকণ্ঠ  প্রতিনিধি খলিলুর রহমান, দৈনিক বাংলা বাজার প্রতিনিধি ইমামুল হাসান স্বপন, দৈনিক সংবাদ (আড়াইহাজার) প্রতিনিধি হারাধন চন্দ্র দে, দৈনিক ইত্তেফাক ফটোগ্রাফার তাপস সাহা, দৈনিক সংবাদ  ফটোগ্রাফার প্রনব রায়।

দৈনিক জনকণ্ঠ ফটোগ্রাফার শিপন আহমেদ, সোনারগাঁও ডটকম এর হাসান মাহামুদ রিপন, ডেইলি স্টার প্রতিনিধি সনদ সাহা সানি, দৈনিক যুগের চিন্তা স্টাফ রিপোর্টার আফরিন আক্তার, লাইভ নারায়ণগঞ্জ ডটকম এর রিপোর্টার আয়েশা জান্নাত, আমার জন্ম ভূমি পত্রিকার সিনিয়র রিপোর্টার অহিদুল হক খান, আমার জন্মভূমি সম্পাদক রফিকুল ইসলাম জীবন, চ্যানেল ২৪ ক্যামেরাপারসন আহমেদ জুলহাস, সময় টিভি ক্যামেরাপারসন আব্দুল্লা আল মামুন, বৈশাখী টিভি ক্যামেরাপারসন মো. আরিফ হোসেন,যমুনা টিভি ক্যামেরাপারসন মাহাবুবুর রহমান জয়, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ক্যামেরাপারসন বিল্লাল হোসেন, একাত্তর টেলিভিশন ক্যামেরাপারসন আবির সিকদার মুসা, দেশ টিভি ক্যামেরাপারসন এসএম সামিতুল হাসান , নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম অমিত আশরাফ ও মাছরাঙ্গা টিভি ক্যামেরাপারসন আল আমিন।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১৬ জুন ২০১৭/হাসান উল রাকিব/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়