ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিএসইসির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রফিক মুয়াজ্জিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ১৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিএসইসির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ডিএসইসির পাঁচ শতাধিক সদস্য এতে অংশ নেন।

ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান।

ডিএসইসির সভাপতি কে এম শহীদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রাক্তন মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি কাজী রফিক, প্রাক্তন সাধারণ সম্পাদক মোল্লা জালাল, কুদ্দুস আফ্রাদ, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের অপর অংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রাক্তন সভাপতি মীর মোস্তাফিজ আহমেদ, কায়কোবাদ মিলন, আল মামুন, নাছিমা আক্তার সোমা, ডিইউজের সাংগঠনিক সম্পাদক ও ডিএসইসির প্রাক্তন সাধারণ সম্পাদক শাহজাহান মিঞা, প্রাক্তন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক প্রমুখ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএফইউজের প্রাক্তন কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, বিএফইউজের অপর অংশের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম, ডিইউজের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান বাবু।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডিএসইসির কোষাধ্যক্ষ জাওহার ইকবাল খান। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন ডিএসইসির সহ-সভাপতি সাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইসির যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমাম সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক খন্দকার হাফিজুর রহমান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক লাবিন রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য শামসুল আলম সেতু, তাহমিনা আক্তার, ইসমত জেরিন স্মিতা, দীপক ভৌমিক, শামীম মাশরেকী, ইব্রাহীম খলিল জুয়েল, আলম শামস, নির্মল কুমার বর্মন, বাবলু রহমানসহ ডিএসইসির পাঁচ শতাধিক সদস্য।

ইফতারের আগে ডিইসইসি ও এর সদস্যদের সমৃদ্ধি-কল্যাণ এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৭/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়