ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের ইফতার মাহফিল

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের ইফতার মাহফিল

জ্যেষ্ঠ প্রতিবেদক : গণমাধ্যমের ধর্মবিষয়ক রিপোর্টারদের সংগঠন রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) ইফতার মাহফিল রোববার রাজধানীর পুরানা পল্টনের পিকিংগার্ডেনে অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের পরিচালনায় ইফতার-পুর্ব আলোচনায় অংশ নেন হাবের সিনিয় সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম, সাবেক মহাসচিব শেখ আব্দুল্লাহ, বাংলাদশে হজযাত্রী ও হাজী  কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল নাসের, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী ও জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোরসালীন নোমানী, ধর্ম সচিবের একান্ত সচিব গোলাম মাওলা, ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আনোয়ার হোসাইন, খেলাফত আন্দোলন একাংশের আমির মাওলানা জাফরুল্লাহ খান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব সওম আব্দুস সামাদ, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, ইসলামী ঐক্য আন্দোলনের মহাসচিব  ড. মাওলানা এনামুল হক আজাদ, হাবের সাবেক সহসভাপতি আবদুল কবির খান (জামান), ফরিদ আহমেদ মজুমদার, হাবের সহসভাপতি আবদুস সালাম আরেফ, কোষাধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব শেখ গোলাম আসগর, বাংলাদেশে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতা উল্লাহ আমান, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা মনিরুজ্জামান রাব্বানী, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী, হজ নিউজ বিডি ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক অলিউর রহমান প্রমুখ।

উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক তৌহিদুল আনোয়ার, দাওয়াতে ইসলামী বাংলাদেশের সহসভাপতি মুহাম্মদ নাঈমুল হায়দার আত্তারি, ইসলামী ঐক্য আন্দোলনের যুগ্ম মহাসচিব সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইন, খেলাফত আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা সুলতান মহি উদ্দিন, খেলাফত মজলিসের প্রচার সম্পাদক অধ্যাপক আব্দুল জলিল, কওমী পরিষদের সভাপতি আব্দুল আজিজ, আরআরএফ’র সাবেক সভাপতি শামসুল ইসলাম, খেলাফত মজলিসের প্রচার সম্পাদক আজিজুর রহমান হেলাল, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি জি এম রুহুল আমিন প্রমুখ।

বক্তারা ধর্মবিষয়ক রিপোর্টারদের পেশাগত কাজে পারস্পরিক সহযোগিতা ও মানোন্নয়নের লক্ষ্যে আরআরএফ গঠনের উদ্যোগের প্রশংসা করেন। তারা ধর্মসম্পর্কিত বিষয়ে সঠিক তথ্য পরিবেশনে রিপোর্টারদের বস্তুনিষ্ঠতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ধর্মের নামে যাতে কেউ ফেৎনা সৃষ্টি করতে না পারে, জঙ্গিবাদের বিস্তার ঘটাতে না পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সে ব্যাপারে সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা ও হাবের নেতারা হজ ব্যবস্থাপনার ত্রুটি-বিচ্যুতি তুলে ধরে এবং সঠিক তথ্য পরিবেশন করে সহায়তা করার জন্য ধর্মবিষয়ক রিপোর্টারদের প্রশংসা করেন। চলতি বছরের হজ ব্যবস্থাপনাকে ত্রুটিমুক্ত ও সুন্দর করার জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

ইফতার-পূর্ব মোনাজাতে দেশ জাতির কল্যাণ কামনা করে  মোনাজাত করা হয়।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৭/নঈমুদ্দীন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়