ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ওয়েজবোর্ড গঠন নিয়ে তথ্য মন্ত্রণালয়ের বক্তব্য গ্রহণযোগ্য নয়’

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ১৯ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ওয়েজবোর্ড গঠন নিয়ে তথ্য মন্ত্রণালয়ের বক্তব্য গ্রহণযোগ্য নয়’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতারা বলেছেন, ৯ম ওয়েজবোর্ড গঠন নিয়ে বুধবার তথ্য মন্ত্রণালয়ের দেওয়া বক্তব্য সাংবাদিক সমাজের কাছে গ্রহণযোগ্য নয়।

বুধবার বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, কোনো ব্যক্তি বিশেষের ইচ্ছা-অনিচ্ছার কারণে সাংবাদিক সমাজ বছরের পর বছর অধিকার বঞ্চিত হতে পারে না। তথ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখিত বক্তব্যে নতুন কিছু নেই। সুতরাং ৩০ জুলাইয়ের কর্মসূচি বহাল থাকবে এবং ২৯ জুলাইয়ের মধ্যে ওয়েজবোর্ড ঘোষণা না করা হলে এ কর্মসূচি থেকে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরো পড়ুন





রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৭/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়