ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘মিয়ানমারের কাছে জাতিসংঘের অসহায় আত্মসমর্পণ’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ২৯ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মিয়ানমারের কাছে জাতিসংঘের অসহায় আত্মসমর্পণ’

‌জ্যেষ্ঠ প্রতি‌বেদক : ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা ইস্যুতে সুষ্ঠু সমাধান ছাড়াই বৈঠক শেষ করায় মুসলমানদের কাছে এখন স্পষ্ট ও পরিষ্কার হয়ে গেছে যে, জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সম্পূর্ণ ব্যর্থ। শুধু তাই নয়, মিয়ানমারের কাছে জাতিসংঘের অসহায় আত্মসমর্পণ প্রমাণ হলো।’

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরীর বার্ষিক মজলিশে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে নগর সেক্রেটারি মাওলানা এ বি এম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের গত এক বছরের সাংগঠনিক প্রতিবেদন পেশ করা হয় ও আগামী এক বছরের সাংগঠনিক কাজের পরিকল্পনা করা হয়।

অধ্যাপক মাহবুব বলেন, ‘মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের জনগণ সরাসরি দেখছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন, ধর্ষণ করে নির্মমভাবে জনসমক্ষে হত্যা করছে, তাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দিচ্ছে এবং রোহিঙ্গা মুসলমানরা জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করছে। জাতিসংঘ তা দেখেও মিয়ানমারের সরকারের ওপর সত্যিকার অর্থে কোনো চাপ সৃষ্টি করতে পারছে না।’

সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ‘দেশের বাজারগুলোতে এখন আগুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া। চালের দাম কয়েক টাকা কমেছে বলে সরকারিভাবে বলা হলেও খুচরা বাজারে দাম কমেনি এক টাকাও। বরং নতুন করে বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করা হচ্ছে।’




রাইজিংবি‌ডি/ঢাকা/২৯‌ সে‌প্টেম্বর ২০১৭/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়