ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাংবাদিক শহিদুল আজমের মায়ের ইন্তেকাল

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিক শহিদুল আজমের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও এটিএন নিউজের হেড অব ইনপুট শহিদুল আজমের মা বেগম ফিরোজা আজগার আর নেই।

শুক্রবার ভোর ৪টা ১০মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বেগম ফিরোজা আজগারকে শুক্রবার বাদ জুমআ খিলগাঁও এ-ব্লক ২২ নম্বর রোডের ঈদগাহ মসজিদে নামাজে জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে, ফিরোজা আজগারের মৃত্যুতে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী শুক্রবার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।




রাইজিংবিডি/ঢাকা/২৯ সেপ্টেম্বর ২০১৭/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়