ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লারকে পর্বতশিখর অভিযানে বাংলাদেশিরা

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২৯ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লারকে পর্বতশিখর অভিযানে বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক : এভারেস্ট জয়ের পর এবার নেপালের মানাসলু হিমালয় অঞ্চলে অবস্থিত ২০ হাজার ৫০০ ফুট উঁচু ‘লারকে’ পর্বতশিখরে অভিযানে যাচ্ছেন বাংলাদেশি পর্বতারোহীরা।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও পতাকা প্রদান অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩ অক্টোবর এম এ মুহিতের নেতৃত্বে নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তারা। ২৫ দিনের অভিযানে তারা লারকে পর্বতের চূড়ায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

পতাকা প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, লারকে পর্বত অভিযানের দলনেতা এম এ মুহিত দুইবার এভারেস্টে আরোহণ করেছেন। বাকিদের মধ্যে নূর মোহম্মাদ ও বাহলুর মজনু পাঁচটি করে এবং শায়লা পারভীন ও ইকরামুল হাসান একটি করে ৬ হাজার মিটার উঁচু পর্বতে আরোহণ করেছেন। তবে রিয়াসাদ সানভীর জন্য এটিই প্রথম পর্বত অভিযান।

অভিযান পরিচালনা করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। যৌথভাবে স্পনসর করছে এম এম ইসপাহানি লিমিটেড, আজিম গ্রুপ ও আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, অভিযানের স্পনসর এম এম ইসপাহানি লিমিটেডের জিএম (সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশিন) ওমর হান্নান প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/২৯ সেপ্টেম্বর ২০১৭/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়