ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

‘নেতা-কর্মীদের নিজেদের কোমরে জোর আনতে হবে’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১০ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নেতা-কর্মীদের নিজেদের কোমরে জোর আনতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশে ‘গণতন্ত্র ফেরাতে’ সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার বিকল্প নেই জানিয়ে নেতা-কর্মীদের কোমরে জোর আনার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘নিজের কোমরে যদি জোর না থাকে তাহলে বেশিক্ষণ সোজা হয়ে দাঁড়াতে পারব না। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ৫০  বা ৩০ বছর আগে কী ছিলাম সেটি নষ্টালিজা হতে পারে, গর্ববোধ করতে পারি,  কিন্তু এই মুহূর্তে তরুণ-যুবকদের সঙ্গে নিয়ে দেশ রক্ষার জন্য জনগণকে কতটা উজ্জীবিত করতে পারছি, সেখানেই সাফল্য লুকিয়ে আছে।’

‘এখানে উপস্থিত শতকরা ৯৯ জন যুবকের মাঝে আমি বিদ্রোহের ছাপ দেখছি, মুক্তির সংগ্রাম করার আকাঙ্ক্ষা দেখছি। এটিকে সঠিক খাতে নিয়ে যেতে হবে। এটিই একমাত্র পথ, দ্বিতীয় কোনো পথ নেই।’

নেতা-কর্মীদের উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘কেউ এসে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে যাবে না। আমাদের মধ্যে তরুণ-যুবকদের দায়িত্ব নিয়ে অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং ছাত্র-যুবক-তরুণদের কাছে অনুরোধ, সমস্যা উপলব্ধি করতে হবে। সেই সমস্যা খুঁজে বের করে জনগণের কাছে যেতে হবে।’

জনগণের সরকার প্রতিষ্ঠা করতে নিজের পায়ে দাঁড়াতে এবং যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান দলের মহাসচিব।

‘ঐতিহাসিক জেহাদ দিবস’ উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করে ‘শহীদ জেহাদ স্মৃতি পরিষদ’।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটির প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘ছুটি নিয়ে গণমাধ্যমে যে সব তথ্য আসছে, এই দেশের মানুষ পরিষ্কার করে বুঝে গেছে কারসাজি করে আপনারা প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়েছেন। অপরাধ একটাই সত্যিকথা বলা। তিনি আইনের শাসনের কথা বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন।’

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারবে না বলেই সরকার এখন ভিন্ন মোড়কে একদলীয় শাসন কায়েম করতে চায় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। জনগণকে সচেতন করে ‘ষড়যন্ত্রের নীল নকশা’ নস্যাৎ করে দিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বর্তমান সময়কে ইতিহাসের সবচেয়ে দুঃসময় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার সব অর্জন ধ্বংস করে দিয়েছে। সর্বশেষ বিচার বিভাগের ওপর আক্রমণ করেছে। যেখানে গিয়ে মানুষ অন্তত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারত, সেটিও শেষ হয়ে গেল।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিতে বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভুইয়া, আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৭/রেজা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়