ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১৫৭ সাংবাদিককে ডিআরইউর সদস্য পদ দেওয়ার সুপারিশ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ২৮ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৫৭ সাংবাদিককে ডিআরইউর সদস্য পদ দেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ বছর ১৫৭ জনকে প্রাথমিকভাবে সদস্য পদ দিতে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।

শনিবার প্রকাশিত তালিকায় ২৩ জনকে স্থায়ী ও ১৩৪ জনকে সহযোগী সদস্য পদ দিতে সুপারিশ করা হয়েছে। আগামী মাসের প্রথম কার্যনির্বাহী কমিটির বৈঠকে সুপারিশ পাওয়া নতুন সদস্যদের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

গত শুক্রবার ডিআরইউর গঠনতন্ত্রের ৬ ধারা অনুযায়ী গঠিত বাছাই কমিটির সর্বশেষ সভা বসে। ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এবং এ বছরের বাছাই কমিটির আহ্বায়ক মোহাম্মদ জিলানী মিলটনের সভাপতিত্বে নতুন সদস্যদের বাছাই করা হয়। বাছাই কমিটিতে আরো ছিলেন- আবু দারদা যোবায়ের, তোফাজ্জল হোসেন, দিনার সুলতানা, নূরুল ইসলাম হাসীব, হাবীবুর রহমান ও সাইফুল ইসলাম।

হাবীবুর রহমান বলেন, ডিআরইউর গঠনতন্ত্রের ৩(১) ধারা অনুযায়ী ২৩ জনকে স্থায়ী সদস্য ও ৩(২) ধারা অনুযায়ী ১৩৪ জনকে সহযোগী সদস্য পদ দিতে সুপারিশ করা হয়েছে। এই প্রথম কয়েকবার বৈঠকে বসে যাচাই-বাছাই করে খসড়া তালিকা দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, এই তালিকার ব্যাপারে আগামী সাত দিনের মধ্যে ডিআরইউর স্থায়ী সদস্যরা আপত্তি বা মতামত দিতে পারবেন। প্রাপ্ত মতামত বা আপত্তি বিবেচনাসহ সুপারিশকৃতদের আগামী মাসে কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। 

স্থায়ী সদস্য পদের জন্য সুপারিশপ্রাপ্ত ২৩ জন হলেন- দীপ আজাদ (বাংলা টিভি), তাপস কান্তি দাশ (নিউ এইজ), সামন হোসেন (মানবজমিন), এস এম সুলতান মাহমুদ রিপন (দৈনিক আলোকিত সময়), আদনান খান (নয়ন আদিত্য) (একাত্তর টিভি), তৌফিক মারুফ ও মোস্তক আহমেদ (কালের কণ্ঠ), ফজলুল করিম শাহীন (শাহীন করিম) ও মৃত্তিকা সাহা (মানবকণ্ঠ), মাসুদ মিয়া (আমাদের সময় ডটকম), আরিফুল ইসলাম রনি ও কাজী সাজিদুল হক (বিডিনিউজ২৪.কম), হাসান মাহামুদ (রাইজিংবিডি), বনানী মল্লিক (ডেইলি অবজারভার), দিলারা হোসেন (বাসস), বিউটি সমাদ্দার (বৈশাখী টিভি), এস এম ফেরদৌসুর রহমান (এটিএন নিউজ), এস এম আফসারুল ইসলাম (সুমন আফসার) (বণিক বার্তা), এস এম নুর মোহাম্মদ (আমাদের অর্থনীতি), শরিফুল আলম ও মমিনুর রহমান (এটিএন বাংলা), ইমরুল আহসান জনি (এনটিভি) এবং তোফায়েল আহম্মদ (মাছরাঙ্গা টিভি)।

সহযোগী সদস্য পদের জন্য সুপারিশপ্রাপ্ত ১৩৪ জন হলেন- আকতারুজ্জামান ও শামীম আহমেদ (বাংলাদেশ প্রতিদিন), গোলাম মুজতবা ধ্রুব, ফারহান ফেরদৌস, তাবারুল হক (বিডিনিউজ২৪.কম), সিরাজুস সালেকিন, আব্দুল আলীম ও রোকনুজ্জামান পিয়াস (মানবজমিন), এমদাদুল হক মিলটন ও এস এম মিন্টু হোসেন (সকালের খবর), কিরণ সেখ, সুজন কুমার কৈরী ও মাসুদ আলম (আমাদের অর্থনীতি), নুরুজ্জামান মামুন, বাহরাম খান, মোজাম্মেল হক তুহিন ও রেবেকা সুলতানা (আজকালের খবর), আজিজুর রহমান ও শাহেদুল ইসলাম শাহেদ (ভোরের কাগজ), জেসমিন মলি ও তাসনিম মহসিন (বণিক বার্তা), রফিকুল ইসলাম (কালের কণ্ঠ), সানাউল হক সানী ও মোহাম্মদ মাসুক মিয়া (আমাদের সময়), ইসমাঈল হোসেন রাসেল (রাসেল আহমেদ) ও মোস্তফা ইমরুল কায়েস (আমারদিন), হক ফারুক আহমেদ ও হামিদ বিশ্বাস (যুগান্তর), মোহাম্মদ আসিফুর রহমান (কামরান সিদ্দিক) ও সাখওয়াত হোসেন জয় (সমকাল), মো. ইয়াসিন রানা (যায়যায়দিন), এম এ মালেক (মালেক মল্লিক) (ইনকিলাব), মহিউদ্দিন মাহমুদ ও মফিজুল ইসলাম (মাহফুজ সাদিক) (বাংলানিউজ২৪.কম), সোহেল হোসেন পাটোয়ারী, আ ন ম মহিবুব উজ জামান, মুন্সি ফিরোজ আল মামুন, এনামুল হাসান (ডেইলি সান), এস কে রেজা পারভেজ, আরিফুল ইসলাম পাইক (আরিফ সাওন), মেহেদী হাসান ডালিম (রাইজিংবিডি), মাসুদ রানা, আরেফিন মাসুদ, সামসুন্নাহার বিনু, খালিদ আহসান (আহসান হাবীব) (বাংলাদেশ টেলিভিশন), আহাম্মদ পারভেজ খান (বাংলাদেশ পোস্ট), রহমত আল খন্দকার ও রফিকুল ইসলাম (দিনকাল), জাহাঙ্গীর আলম, মো. মোস্তফা (মানিক মোহাম্মদ), আবু সালেহ সায়াদাত (জাগো নিউজ২৪.কম), মো. ইব্রাহীম হোসাইন, সৌরভ রায় (দ্য রিপোর্ট২৪.কম), এনায়েত শাওন (দি ডেইলি অবজারভার), শামসুল ইসলাম, আলমগীর কবির (নয়া দিগন্ত), এম এ আহাদ শাহীন, ফারুক আলম (আমাদের সময় ডটকম), মঞ্জুরুল হক মাসউদ (নিউ এইজ), জামিল খান (ডেইলি স্টার), সুমন চৌধুরী (আজকের প্রভাত), জুবায়ের রহমান চৌধুরী (প্রতিদিনের সংবাদ), মেহেদী হাসান ও মুহাম্মদ রহমত উল্যাহ রহমান (অর্থসূচক), আবুল হাসনাত শাহীন, অমর হালদার অমিত (দৈনিক সংবাদ), সাদেক মাহমুদ পাভেল (দৈনিক খবরপত্র), এস এম খালিদ হোসেন (নতুন সময়.কম), শাফি উদ্দিন আহমদ (রেডিও ৭১), ডি এ আমিরুল ইসলাম অমর (জনতা), রফিকুল ইসলাম (ইউএনবি), ফররুখ বাবু (পরিবর্তন ডটকম) মাহফুজ সাদী (মাহফুজুর রহমান) (করতোয়া), ইব্রাহীম আলী (আলী ইব্রাহীম) (বাংলাদেশ জর্নাল), ডি এম নাজমুল হোসাইন (শেয়ার বিজ), জয়নাল আবেদিন খান (নিউ নেশন), হাসান মাহমুদ রিপন (বাংলাদেশ সময়), আবু জাকির (দি ইন্ডিপেন্ডেন্ট), এস এম শরিফুল ইসলাম (বিজনেস বাংলাদেশ), শায়লা রুখসানা দিনা ও ফারহানা পারভীন (বিবিসি), শেখ তৌফিকুর রহমান ওরিন (বিবার্তা২৪.কম), শাফিউল আল ইমরান (বাংলাদেশ টাইম.কম), হুজায়ফা মুহাম্মদ (আহমেদ জায়িফ) (প্রথম আলো), কাওসার সেহেলী, ইরতিসাম আব্বাস মৌ ( ইরতিসাম নাসিম মৌ), নূর হোসেন বিশ্বাস (নূর সিদ্দিকী) (মাছরাঙা টিভি), এস এম আতিক হাসান (সংবাদ প্রতিদিন), মেহেদী হাসান, ইউসুফ আলী, ফারহানা ইয়াছমীন জুঁথী (বৈশাখী টিভি), আমিনুল ইসলাম মল্লিক ও আকতার হোসেন (রেডিও ধ্বনি), সৈয়দ আহমেদ সালেহ (সালেহীন), এস এম যোবায়ের আলম, মোজাহিদুল ইসলাম শুভ, সাজেদুল ইসলাম (সময় টিভি), সোহেল রানা, আরাফাতুর রহমান, জুলহাস কবীর, মাসুদ মোস্তাহিদ (আরটিভি), ইমাম হাসান শুভ্র, জুনায়েদ শাহরিয়ার, সাদমান সাকিব (চ্যানেল ২৪), আনিসুর রহমান সাব্বির, মাহমুদুল আরেফিন (দীপ্ত টিভি), জসিম মিয়া, আফসানা জাহান নীলা (একুশে টিভি), সৌমিত্র মজুমদার, হাবিবুর রহমান, মিজান শাজাহান, মনিরুল ইসলাম (মনির মিল্লাত) (একাত্তর টিভি), আহমদ আবু হেনা অনিক, মাহমুদ হাসান সাইরাস, আলী আহমেদ (জিটিভি), সাজ্জাদ হোসেন (সাজ্জাদ বিপ্লব), খন্দকার দেলোয়ার জালালী (এসএ টিভি), মাহফুজার রহমান (এটিএন নিউজ), এ এস এম আতিকুর রহমান, নাঈম হাসান, তামজিদুল ইসলাম (এনটিভি), ইমদাদুল্লাহ বাবু ও শফিকুল ইসলাম শামীম (এটিএন বাংলা), তানজিলা খানম সাথী (তানজিলা নিঝুম) (মোহনা টিভি), তাইমুর হাসান শুভ, আশিকুর রহমান শ্রাবণ ও ইমদাদুল হক (নিউজ ২৪), আরিফুল হক (বাংলাভিশন), সি এম আমিনুল মজলিশ (মাই টিভি), আফজালুর রহমান (চ্যানেল ৯), হাসিফ মাহমুদ শাহ (ইন্ডিপেন্ডেন্ট টিভি), আনোয়ার হোসেন (দেশ টিভি) এবং ইমামুল হক শামীম (রেডিও টুডে)।



রাইজিংবিডি/ঢাকা/২৮ অক্টোবর ২০১৭/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ