ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিনয় সম্মাননা পেলেন কবি মিনার মনসুর

তাপস রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৫, ৪ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিনয় সম্মাননা পেলেন কবি মিনার মনসুর

ডেস্ক রিপোর্ট: বিনয় সম্মাননা পদক-২০১৭ পেলেন কবি-গবেষক মিনার মনসুর। গত ২৭ অক্টোবর কুমিল্লা বীরচন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বৃহত্তর কুমিল্লার গর্ব শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে গবেষণার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেয়া হয়।

উল্লেখ্য যে, শুধু কুমিল্লায় জন্মগ্রহণকারী দুজন গুণী ব্যক্তিকে প্রতি বছর এ সম্মাননা দেওয়া হয়। কিন্তু এবার দীর্ঘ ৩৭ বছরের রীতি ভেঙে এই সম্মাননা জেলার বাইরের অন্য একজনকে দেয়া হলো। এ ছাড়াও কবিতার জন্য সম্মাননা পেয়েছেন কুমিল্লার সন্তান কবি-অধ্যাপক বায়তুল্লাহ কাদেরী। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তারিক রেজা ও মুক্তিযুদ্ধ গবেষক মামুন সিদ্দিকীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাহিত্য পত্রিকা ‘আপন’ সম্পাদক মোতাহার হোসেন মাহবুব।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ নভেম্বর ২০১৭/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়