ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সাংবাদিক উৎপলের সন্ধানের দাবিতে কঠোর কর্মসূচির হুমকি

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১৪ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিক উৎপলের সন্ধানের দাবিতে কঠোর কর্মসূচির হুমকি

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক উৎপল দাসের সন্ধানসহ বিভিন্ন দাবিতে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক উৎপল দাসের সন্ধানের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ হুমকি দেন। বিক্ষোভ কর্মসূচি শেষে উৎপল দাসের সন্ধানের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন সাংবাদিক নেতারা।

মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘আগামী ২৫ নভেম্বর মহাসমাবেশে সারা দেশ থেকে সাংবাদিকরা ঢাকা আসবেন। সেখানে সাংবাদিকদের নিরাপত্তা, তরুণ সাংবাদিক উৎপল দাসের সন্ধান ও বেতন-ভাতা বিষয়ে আলোচনা করে কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশ থেকে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি বা সচিবালয় ঘেরাও করার কর্মসূচিও আসতে পারে।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা বেতন-ভাতা পাচ্ছেন না। আমাদের নেতৃবৃন্দ যেসব প্রতিষ্ঠানে কাজ করছেন সেখানেও বেতন হচ্ছে না। সংবাদপত্রে একটি দুষ্টুচক্র কাজ করছে।’

এ সময় তিনি সারা দেশের সাংবাদিকদের মহাসমাবেশে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, ‘যেসব প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা বেতন-ভাতা পাচ্ছে না, তাদের বেতন-ভাতার দাবিতে প্রয়োজনে প্রতিষ্ঠানের গেটে অবস্থান নিতে বাধ্য হব।’

বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ বলেন, ‘সাংবাদিক উৎপল নিখোঁজ হওয়ার বিষয়টা আমি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, র‌্যাবের মহাপরিচালকে জানিয়েছি। আইনের শাসন প্রতিষ্ঠিত একটি রাষ্ট্রে এভাবে একজন সাংবাদিক নিখোঁজ হতে পারে না। আমাদের দাবি আজ নিভৃতে কাঁদছে। উৎপলকে খোঁজার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী রহস্যজনক ভূমিকা পালন করছে।’

বিক্ষোভ কর্মসূচি শেষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যায়।

বিক্ষোভ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রাক্তন সহ-সভাপতি আজমল হক হেলাল, নরসিংদী জেলা সাংবাদিক সমিতির (ঢাকা) সভাপতি মনির হোসেন লিটন ও সাধারণ সম্পাদক গ্যালমান শফি প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৭/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়