ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডিআইজির তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ করুন

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ১৫ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিআইজির তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ করুন

নিজস্ব প্রতিবেদক : ডিআইজি মিজানের সংশ্লিষ্ট অপরাধ তদন্তে পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দ্রুত প্রকাশ করতে হবে। প্রতিবেদনে দুই সাংবাদিককে হত্যার হুমকিবিষয়ক শাস্তির সুপারিশ ও শাস্তি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।

সোমবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে এক মানববন্ধনে নেতারা এসব কথা বলেন।

দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন এবং যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধনে ক্র্যাব নেতারা বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। একই সঙ্গে দুই সাংবাদিকের জিডি গ্রহণ না করলে কঠোর কর্মসূচিও ঘোষণা করা হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে নিষ্ক্রিয়তার নিন্দা জানানো হয়।

মানববন্ধনে ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক সরোয়ার আলমসহ অন্যরা বক্তব্য রাখেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৮/মাকসুদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়