ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডিআরইউ সদস্য সন্তানদের কারাতে প্রশিক্ষণ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিআরইউ সদস্য সন্তানদের কারাতে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সন্তানদের কারাতে প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। গত ১৩ জানুয়ারি বিশেষ কারাতে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও শুক্রবার ছিল প্রশিক্ষণের প্রথমদিন।

বিশেষ কারাতে প্রশিক্ষণ নিতে ইতিমধ্যে যারা নাম নিবন্ধন করেছিল তাদের মধ্য থেকে ৪০জন শিশু আজ অংশ নিয়েছে। প্রশিক্ষণের সময়কাল ছিল সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত।

 


ডিআরইউয়ের ক্রীড়া সম্পাদক আরাফাত দাড়িয়া জানান, তিনমাস চলবে এই প্রশিক্ষণ। প্রতি সপ্তাহের দু’দিন (শুক্র ও শনিবার) সকালের সেশনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক ও জাতীয় মানের কোচের মাধ্যমে শিশুদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। তিন মাস প্রশিক্ষণ শেষে শিশুদের কারাতে ফেডারেশন সার্টিফিকেট দিবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৮/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়