ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জাতীয় প্রেসক্লাব সদস্যদের স্বাস্থ্য ক্যাম্প বুধবার

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় প্রেসক্লাব সদস্যদের স্বাস্থ্য ক্যাম্প বুধবার

নিজস্ব প্রতিবেদক : আগামী ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবসকে সামনে রেখে ৩১ জানুয়ারি বুধবার এ্যাপোলো হাসপাতালের সহযোগিতায় জাতীয় প্রেসক্লাব সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্য ক্যাম্প ও ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে।

রোববার জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ওই দিন সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত স্বাস্থ্য ক্যাম্প ও সেমিনার চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পে এ্যাপোলো হাসপাতালের ডাক্তার-নার্সদের তত্ত্বাবধানে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য চেকআপের (ব্লাড প্রেসার, ডায়াবেটিস, ওজন, উচ্চতা ইত্যাদি) সুযোগ থাকবে।

এছাড়া হৃদরোগ ও ক্যানসার বিশেষজ্ঞরা পরামর্শ প্রদান করবেন। ক্যাম্পে ফ্রি এ্যাপোলো রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করা যাবে, যা দিয়ে পরবর্তীতে বিশেষ ছাড়ে চিকিৎসা সুবিধা পাওয়া যাবে।



রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৮/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়