ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নিবন্ধিত রোহিঙ্গা ১০ লাখ ৫৬ হাজার

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিবন্ধিত রোহিঙ্গা ১০ লাখ ৫৬ হাজার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে পালিয়ে আসা ১০ লাখ ৫৬ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। সেবা সপ্তাহের আয়োজন করে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

মন্ত্রী বলেন, ‘এখনো রোহিঙ্গা নিবন্ধন কার্যক্রম চলছে। এখন পর্যন্ত ১০ লাখ ৫৬ হাজার রোহিঙ্গা নিবন্ধিত হয়েছেন।’

‘রোহিঙ্গারা যখন বাংলাদেশে প্রবেশ শুরু করে তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, আসতে দাও। আমরা যদি ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারি তাহলে ওরাও খেতে পারবে। এরপর তিনি রোহিঙ্গাদের নিবন্ধনের নির্দেশনা দেন। আমরা তাদেরকে (রোহিঙ্গা) নিবন্ধনের উদ্যোগ নেই। পাসপোর্ট অফিস, বিজিবি, সেনাবাহিনী ও বেসামরিক লোকজনের সহযোগিতায় এ নিবন্ধন সম্পন্ন হচ্ছে,’ বলেন মন্ত্রী।

রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিলেও বাংলাদেশি ভিসায় অন্য কোনো দেশে যেতে পারবে না বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

এদিকে ইমিগ্রেশন ও পাসপোর্টে আগের চেয়ে জটিলতা কমেছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দ্রুত পাসপোর্ট সেবা পাওয়া নাগরিক অধিকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সব ধরনের জটিলতা কমিয়ে আনা হয়েছে। ভবিষ্যতে এ সেবা আরো সহজে দেওয়া সম্ভব হবে।’



রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৮/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়