ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাতক্ষীরায় গোপন বৈঠক করার সময় ১২ জন গ্রেপ্তার

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় গোপন বৈঠক করার সময় ১২ জন গ্রেপ্তার

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় গোপন বৈঠক করার সময় জামায়াত, শিবির ও বিএনপির ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা ঈদগাহ মাঠের মধ্যে থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

সোমবার সকালে তাদের গ্রেপ্তার করলেও সদর থানা পুলিশ বিকেল ৪টার সময় প্রেস বিজ্ঞপ্তি মারফত সাংবাদিকদের এ তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল আজিজ (৪৫), বিল্লাল হোসেন (৩০), রফিকুল ইসলাম (৬১), আব্দুল ওয়াদুদ (৪৪), সামছুল আলম (৫৪), আব্দুল আজিজ (৩৫), শহিদুল ইসলাম (৫৩), আজগর আলী (৩৫), মোশারফ হোসেন (৪৬), ফজর আলী (৫২), হাসান মাহমুদ বাচ্চু (৩৫) ও আছানুর জামান (৩২)।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ জানান, জামায়াত শিবির ও বিএনপির ৫০-৬০ জন নেতাকর্মী ইটাগাছা ঈদগাহ মাঠে একত্র হয়ে নাশকতার পরিকল্পনা করছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালনো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নাশকতাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। মামলা নং-১২।



রাইজিংবিডি/সাতক্ষীরা/৫ ফেব্রুয়ারি ২০১৮/এম.শাহীন গোলদার/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়