ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘ঝুঁকি’ নিচ্ছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ঝুঁকি’ নিচ্ছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ৮৮ টেস্ট ম্যাচে রঙ্গনা হেরাথের উইকেট ৪১১টি। ২৬ টেস্টে দিলরুয়ান পেরেরা নিয়েছেন ১০৩ উইকেট। পরিসংখ্যানের বিচারে তারা দুজনই সফল।

কিন্তু তাদের বিবেচনা করতে হবে পরিসংখ্যানের বাইরে গিয়ে। একটানা দুই ফিঙ্গার স্পিনার এক জায়গায় বল করতে বিশাল পারদর্শী। ক্যারিয়ারের অধিকাংশ উইকেট নিয়েছেন ব্যাটসম্যান খেলিয়ে, ফাঁদ তৈরি করে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে পুরোপুরি সফল না হলেও মাঝে মাঝেই ভয় ধরিয়েছিলেন। উইকেটের ক্ষুধায় তারা ঢাকা টেস্টে ভয়ঙ্কর হয়ে উঠবেন তা বলার অপেক্ষা রাখে না।

তবুও ঝুঁকি নিচ্ছে টিম বাংলাদেশ। সেটা কিভাবে? ঢাকা টেস্টের উইকেট হচ্ছে স্পিন সহায়ক। ম্যাচের ফল পেতেই স্পিনিং উইকেট বানানো হয়েছে। প্রতিপক্ষ দলে দুই অভিজ্ঞ স্পিনার থাকতেও স্পিন উইকেট চাওয়া! স্বাগতিক দল ঝুঁকি নিয়ে নিল না! মোটেও না।

দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন, হেরাথ-দিলরুয়ানকে আটকাতে প্রস্তুত বাংলাদেশ। তাদের ভালোভাবে সামলে ব্যাটসম্যানরা রান করবে অনায়াসে।



মাহমুদউল্লাহ বলেছেন,‘আপনি যদি চ্যালেঞ্জ নিতে পারেন, স্কিল কাজে লাগান আপনার দিকে ফলাফল আসবে। অনেকগুলো ভুল করেন বিপক্ষ দল এগিয়ে থাকবে। আর আমরা সব বোলারকে সমানভাবে দেখছি। কাউকে নিয়ে আলাদা কিছু না। হেরাথ অনেক অভিজ্ঞ, তার চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি।’

‘আমাদের ব্যাটসম্যানরাও যথেষ্ট সামর্থবান। আর মিরপুরে রান পেতে হলে একটু চ্যালেঞ্জ নিতেও হয়।দিনে দিনে আমাদের ব্যাটিং বিভাগ আরও ভালো হচ্ছে। আমরা আত্মবিশ্বাসী। এখন দেখার বিষয় হচ্ছে মাঠে কীভাবে পরিকল্পনাগুলো প্রয়োগ করতে পারি।’- যোগ করেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশ দলের মূল স্পিনার সাকিব নেই। একাদশে ফিরিয়ে আনা হতে পারে আব্দুর রাজ্জাককে। সাথে থাকবেন মিরাজ ও তাইজুল। নিজেদের চিরচেনা উইকেটে বাংলাদেশের তিন স্পিনার প্রতিপক্ষ শিবিরে ভয় ধরাবেন এমনটা মানেন মাহমুদউল্লাহ,‘আমাদের যে স্পিন অ্যাটাক আছে, তাদের উপর আমার বিশ্বাস আছে। তারাও ভালো করতে পারবে। আশা রাখছি সাকিবের অভাবটা পূরণ করতে পারব।’

দুই দলের স্পিনারদের লড়াইয়ে শেষ হাসিটা কে হাসে সেটাই দেখার।



রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়