ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘সাকিবের না থাকাটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সাকিবের না থাকাটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা’

টি-টোয়েন্টি সিরিজেও সাকিবকে দর্শক হয়ে থাকতে হবে

ক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসানের দলে না থাকাটা বাংলাদেশের জন্য অনেক বড় ধাক্কা বলে মনে করেন থিসারা পেরারা। শ্রীলঙ্কার এই অলরাউন্ডার মনে করেন, যেকোনো পরিস্থিতিতে সাকিব ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিতে পারেন।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তিনি খেলতে পারেননি। আগামী বৃহস্পতিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও তাকে দর্শক হয়ে থাকতে হবে। এমনকি শেষ ম্যাচেও বিশ্বসেরা এই অলরাউন্ডারকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

সাকিব দলে থাকা মানে একই সঙ্গে একজন ব্যাটসম্যান ও স্পিনার দলে থাকা। ব্যাটে-বলে বাংলাদেশের অনেক ম্যাচ জয়ের নায়ক তিনি। তার দলে না থাকাটা কত বড় ক্ষতি, সেটা টেস্ট সিরিজেই টের পেয়েছে বাংলাদেশ।

তাই তো আজ মিরপুরে থিসারা পেরেরা বললেন, ‘সবাই জানে সে (সাকিব) একজন প্রতিভাবান খেলোয়াড়। সে ম্যাচ পরিবর্তন করে দিতে পারে। আমি মনে করি, সাকিবের না থাকাটা বাংলাদেশের জন্য অনেক বড় ধাক্কা।’



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়