ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রামেক হাসপাতালের ইন্টার্নদের ৩ ঘণ্টা কর্মবিরতি

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রামেক হাসপাতালের ইন্টার্নদের ৩ ঘণ্টা কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। 

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের পরিচালকের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে তারা এই কর্মবিরতি পালন করেন।

গত ১৪ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক এ টি এম এনামুল জহিরকে মারধর করেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে পর দিন আদালত স্বপ্রণোদিত হয়ে পিটিশন মামলা দায়ের করেন। এই মামলার প্রতিবাদে ইন্টার্নরা কর্মবিরতি পালন করেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান চৌধুরী বলেন, ইন্টার্নদের সমস্যা হাসপাতালের পক্ষ থেকে মোকাবিলার আশ্বাস দেওয়া হলে তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে ওয়ার্ডে ফিরে যান।



রাইজিংবিডি/রাজশাহী/১৯ ফেব্রুয়ারি ২০১৮/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়