ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী পুরস্কার পেলেন দীপু মাহমুদ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৮, ২০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী পুরস্কার পেলেন দীপু মাহমুদ

সাহিত্য ডেস্ক: শিশুসাহিত্যে অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী পুরস্কার পেলেন দীপু মাহমুদ। তিনি শিশুসাহিত্যিক হিসেবে পাঠকপ্রিয়। ‘পুতলি ও ছেলেধরা’ বইয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ শিশু একাডেমী এই পুরস্কার ঘোষণা করেছে। অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার- ২০১৬ এর আওতায় এই পুরস্কারে তিনি ভূষিত হলেন। 

এবার ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ছয় বছরের পুরস্কার ঘোষণা করা হলো। অন্য আরো যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, মোহিত কামাল, ইমতিয়ার শামীম, খালেদ হোসাইন, আখতার হোসেন, মারুফুল ইসলাম, আহমদ উল্লাহ, রোমেন রায়হান, পলাশ মাহবুব প্রমুখ।  ২০১৩ সালে পঙ্খিরাজ প্রকাশনী থেকে ‘পুতলি ও ছেলেধরা’ বইটি প্রকাশিত হয়।

উল্লেখ থাকে যে, দীপু মাহমুদ এ বছরের শুরুতে নবাব সিরাজউদদৌলা স্বর্ণপদক-২০১৭ পেয়েছেন। শিশুসাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। তিনি শিশুসাহিত্য, উপন্যাস, ছোটগল্প, সায়েন্স ফিকশন সাহিত্যের বিভিন্ন শাখায় সক্রিয়। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা পঁচাত্তর।



রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৮/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়