ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক এহিয়া বখত

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ৭ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক এহিয়া বখত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইত্তেফাকের প্রাক্তন বার্তা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এহিয়া বখতের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর চন্দ্রচড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

সৈয়দ এহিয়া বখত গতকাল শুক্রবার সকালে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। শনিবার সকালে তার মরদেহ ঢাকায় আনার পর জাতীয় প্রেসক্লাবে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে বর্ষীয়ান এই সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তৃতা করেন জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সৈয়দ এহিয়া বখতের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় তার ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী উপস্থিত ছিলেন। সৈয়দ এহিয়া বখত দৈনিক সংবাদ ও দৈনিক পূর্বদেশসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

কুলখানি : আগামীকাল রোববার বাদ আসর সৈয়দ এহিয়া বখতের গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর চন্দ্রচড়ি গ্রামে তার কুলখানি অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে কুলখানিতে অংশ নিয়ে তার আত্মার মাগফিরাত কামনার জন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৭ এপ্রিল ২০১৮/নূর/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়