ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডিআরইউ সদস্যের সন্তানদের বিশেষ কারাতে প্রশিক্ষণ সমাপ্ত

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ১২ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিআরইউ সদস্যের সন্তানদের বিশেষ কারাতে প্রশিক্ষণ সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যের সন্তানদের বিশেষ কারাতে প্রশিক্ষণ শেষ হয়েছে। তিন মাসব্যাপী এ পশিক্ষণ শনিবার সকালে শেষ হয়।

ডিআরইউর ক্রীড়া সম্পাদক আরাফাত দাড়িয়া জানান, প্রশিক্ষণ শেষে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে অতি শিগগিরই ফেডারেশনের মাধ্যমে সার্টিফিকেট দেওয়া হবে।

তিনি জানান, প্রথমবারের মতো ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যের সন্তানদের কারাতে প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। গত ১৩ জানুয়ারি বিশেষ কারাতে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আজ শনিবার ছিল প্রশিক্ষণের শেষ দিন। তিন মাসব্যাপী এ বিশেষ কারাতে প্রশিক্ষণে ৪০ জন শিশু অংশ নেয়। প্রশিক্ষণের সময়কাল ছিল সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। প্রতি সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার) সকালের সেশনে প্রশিক্ষণ দেওয়া হয়।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক ও জাতীয় মানের কোচের মাধ্যমে শিশুদের এই প্রশিক্ষণ দেওয়া হয় বলেও জানান তিনি।



রাইজিংবিডি/ঢাকা/১২ মে ২০১৮/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়