ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিজের পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর শেখ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে নিহত জাহাঙ্গীর শেখের মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর শেখ সদর উপজেলার পারকুশলী গ্রামের মৃত শামছুল শেখের ছেলে।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আমিনুর রহমান বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাশিয়ানী উপজেলার বেথুড়ী গ্রামে সলেমান মোল্লার বাড়িতে থেকে জমির কাজ করতেন জাহাঙ্গীর শেখ। ইঁদুরের হাত থেকে বোরো ধানের বীজতলা রক্ষা করার জন্য ক্ষেতের চারপাশে নিজে জিআই তারের মাধ্যমে বিদ্যুৎফাঁদ পেতে রাখেন। রাতে বীজতলায় পানি দিতে গেলে অসাবধানতাবশত নিজের পাতা ফাঁদে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে দুপুরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/৯ নভেম্বর ২০১৮/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়