ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নির্বাচনী গণসংযোগে বাংলাদেশ অনলাইন বঙ্গবন্ধু ঐক্য পরিষদ

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনী গণসংযোগে বাংলাদেশ অনলাইন বঙ্গবন্ধু ঐক্য পরিষদ

নিজস্ব প্রতিবেদক : ৩০ জেলায় কমিটি গঠন করে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেছে ‘বাংলাদেশ অনলাইন বঙ্গবন্ধু ঐক্য পরিষদ’।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মো. মনিরুজ্জামান মিয়া।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, অগ্রগতি ও অগ্রযাত্রা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইন ভিত্তিক কাজ করে যাচ্ছে অনলাইন বঙ্গবন্ধু ঐক্য পরিষদ। আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দেশব্যাপী কমিটি গঠন প্রক্রিয়া শুরু করেছি। ইতোমধ্যে ৩০ জেলায় কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বলেন, সামনে নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগ যাদের প্রার্থীকে মনোনয়ন দেবেন তদের পক্ষে কাজ করবে অনলাইন বঙ্গবন্ধু ঐক্য পরিষদ। সে জন্য ডিজিটাল প্রচার-প্রচারণা চালানো হবে।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ও জেলার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি /ঢাকা/৯ অক্টোবর ২০১৮/ইয়ামিন/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়