ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

দুই সাংবাদিককে হুমকি: ডিআরইউয়ের উদ্বেগ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই সাংবাদিককে হুমকি: ডিআরইউয়ের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও দৈনিক জনতার ক্রাইম চিফ হাবিবুর রহমান এবং বাংলা ট্রিবিউন এর স্টাফ রিপোর্টার শাহেদ শফিককে হত্যার হুমকি দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান বুধবার এক বিবৃতিতে উদ্বেগ ও নিন্দা জানান।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর হাবিবুর রহমানের মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এছাড়াও তার চলার পথে তাকে অনুসরণ করা হচ্ছে বলে ফোনে জানায়। এ ঘটনায় গত ২৯ ডিসেম্বর উত্তরখান ও দক্ষিণখান থানায় পৃথক দুটি জিডি করেছেন হাবিবুর রহমান। অপরদিকে গত ২৪ ডিসেম্বর পেশাগত কাজে একটি সংবাদের বক্তব্য নেওয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক কর্মচারীকে ফোন করা হলে তিনি শাহেদ শফিককে অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং মেরে ফেলার হুমকি দেন।

ডিআরইউ নেতারা হুমকিদাতাদের দ্রুত সনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।



রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৯/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়