ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অনলাইন গণমাধ্যমে ভিডিও কনটেন্ট প্রচারে অ্যাটকোর উদ্বেগ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ১১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনলাইন গণমাধ্যমে ভিডিও কনটেন্ট প্রচারে অ্যাটকোর উদ্বেগ

সচিবালয় প্রতিবেদক : দেশের অনলাইন গণমাধ্যমে  ভিডিও কনটেন্ট প্রচারের কারণে উদ্বেগ প্রকাশ করেছে দেশের টিভি চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনারস (অ্যাটকো)।

সোমবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর বৈঠক শেষে সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল বাবু সাংবাদিকদের এ কথা বলেন।

মোজাম্মেল বাবু বলেন, দেশে অনলাইন গণমাধ্যমের বিকাশ হচ্ছে এটা ভালো। যদিও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের কোনো অনুমোদন দেওয়া হয়নি। এখানে তারা নিউজ বা টেক্সট কনটেন্ট প্রচার করুক সেটা করতে পারে। কিন্তু তারা এসব অনলাইন গণমাধ্যমে ভিডিও কনটেন্ট এমনকি টকশো প্রচার করছে। এটা অত্যন্ত উদ্বেগের।

তিনি বলেন, এসব ভিডিও কনটেন্ট অনলাইন গণমাধ্যমে প্রচার কোনোভাবেই বৈধতার মধ্যে পড়ে না। আমরা সম্প্রচার নীতিমালায় এ বিষয়গুলো পরিস্কার করার জন্য মন্ত্রীকে অনুরোধ করেছি।

বৈঠকে সালমান এফ রহমান, ইকবাল সোবহান চৌধুরী, তথ্যসচিবসহ সচিবালয়ের কর্মকর্তা ও অ্যাটকোর নেতারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১১ মার্চ ২০১৯/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়