ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই সংসদে যাওয়ার বিরোধিতা’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৭, ২৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই সংসদে যাওয়ার বিরোধিতা’

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : বিএনপি নেতাদের গণতন্ত্রে বিশ্বাস নেই বলেই তারা নির্বাচিতদের সংসদে যাওয়ার বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রোববার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ জামালের ৬৬তম জন্মবাষির্কী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘জনগণ ভোট দিয়ে তাদেরকে সংসদের বৈধতা দিয়েছে। আসলে যারা গণতন্ত্রে বিশ্বাসী নয় তারাই সংসদে যাওয়ার বিরুদ্ধে কথা বলে। সংসদে যেতে বাধা দিচ্ছে।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুলসহ বিএনপির নির্বাচিত বাকীরাও অচিরেই শপথ নিয়ে সংসদে যাবেন বলে আশা করছি।'

জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের মূলোৎপাটন করা হবে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

হানিফ বলেন, ‘বর্তমান সরকার কঠোর অবস্থানে বলেই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে। জঙ্গিবাদ সম্পূর্ণ র্নিমূল না হলেও দেশবাসীকে নিয়ে আমরা জঙ্গিবাদ মূলোৎপাটন করব।’

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলমের নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ জামালের কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি।

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে স্বেচ্ছাসেবক লীগের মোল্লা মো. আবু কাউসার, পঙ্কজ দেবনাথ, ছাত্রলীগের গোলাম রাব্বানী, যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২৮ এ‌প্রিল ২০১৯/‌রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়