ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সামরিক মহড়া নজরদারি করেছেন কিম জং উন

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সামরিক মহড়া নজরদারি করেছেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া সামরিক ‘হামলার মহড়া’ চালিয়েছে এবং এতে নানা ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। দেশটির শীর্ষ নেতা কিম জং উনের নজরদারিতে এ মহড়া চালানো হয়েছে। রোববার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ  এই তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, শনিবার জাপান সাগরের হোডো উপদ্বীপ থেকে ‘বিভিন্ন পাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র’ ছোঁড়া হয়েছে মহড়ায়। দেশের ‘সামরিক মোকাবেলার সক্ষমতা বৃদ্ধির জন্য’ উন এই ক্ষেপণাস্ত্র মহড়ার নির্দেশ দিয়েছেন। তবে মহড়ায় অংশগ্রহণকারী ক্ষেপণাস্ত্রগুলোর বিশদ কোনো বিবরণ দেওয়া হয় নি।

মহড়ায় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট সেনাদের উদ্দেশে বলেছেন, তাদেরকে মনে রাখতে হবে যে, ‘লৌহকঠিন সত্য এটাই যে প্রকৃত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয় কেবল শক্তিমত্তার মাধ্যমে।’

মহড়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই টুইটবার্তায় বলেছেন, তার বিশ্বাস ভালো সম্পর্কের পথকে কিম বিপদগ্রস্ত করবেন না।

উনের উদ্দেশে তিনি বলেছেন, উত্তর কোরিয়ার নেতা জানেন যে, ‘আমি তার সঙ্গে আছি এবং তার সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভাঙতে চাই না। চুক্তি হবে!’

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন, ‘আমি বিশ্বাস করি কিম জং উন উত্তর কোরিয়ার ব্যাপক সম্ভাবনাময় অর্থনীতির বিষয়টি বোঝেন এবং একে ব্যাহত বা শেষ করে দেওয়ার মতো কিছুই তিনি করবেন না।’



রাইজিংবিডি/ঢাকা/৫ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়