ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘চাল নিয়ে চালবাজি করবেন না’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০২, ১৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘চাল নিয়ে চালবাজি করবেন না’

নিজস্ব প্রতিবেদক : চাল নিয়ে চালবাজি না করার জন্য সবার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খাদ্যমান্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেছেন, ‘দেশে চালের কোনো সংকট নেই। চাল আমদানি অব্যাহত রয়েছে। উদ্দেশ্যমূলকভাবে চাল নিয়ে রাজনীতি ও চালবাজি চলছে। কৃত্রিম সংকট তৈরি করে চালের মূল্য বাড়াচ্ছে ব্যবসায়ীরা।’

মজুতদার, আড়তদার, ব্যবসায়ী ও মিল মালিকদের হুঁশিয়ার করে দিয়ে মন্ত্রী বলেন, ‘সময় আছে ভালো হয়ে যান। যারা চাল নিয়ে চালবাজি করছেন তাদের বরদাশত করা হবে না।’

বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘আগামী রোববার থেকে ওএমএস চালু হবে। প্রতি কেজি চাল ১৫ টাকা ও আটা ১৭ টাকা করে বিক্রি হবে।’

ভারত বাংলাদেশে চাল রপ্তানি করবে না, সম্প্রতি এমন অনেক প্রতিবেদন হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘এর সত্যতা পাওয়া যায়নি।’

চালের দাম যেন না বাড়ে সেজন্য সাংবাদিকদের তিনি বস্তুনিষ্ঠ প্রতিবেদন করতে বলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৭/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়