ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে বৃষ্টির জন্য খেলা বন্ধ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে বৃষ্টির জন্য খেলা বন্ধ

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। (ছবি: রেজাউল করিম)

ক্রীড়া প্রতিবেদক: ‘ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে চট্টগ্রামে তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি সম্ভব হচ্ছে না।

প্রথম রাউন্ডের দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামে মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো ও স্বাগতিক চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবার মৌসুমের প্রথম সেঞ্চুরিটি আসে মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে। তার সেঞ্চুরিতে ভর করে ঢাকা মেট্রো স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৪ রানে অলআউট হয়। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল ১৩০ রানেই অলআউট হয় চট্টগ্রাম বিভাগ। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল ১২ রানে দুই উইকেট হারায় ঢাকা মেট্রো।

আজ তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামার কথা ছিল ঢাকা মেট্রোর। কিন্তুর বৃষ্টির কারণে এখনো মাঠে নামতে পারছে না তারা। বৃষ্টির কারণে উইকেট ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়