ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢাকা-বরিশালের ম্যাচ ড্র

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ১৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা-বরিশালের ম্যাচ ড্র

ক্রীড়া প্রতিবেদক: চার দিনের ম্যাচের তিনদিনই পরিত্যক্ত। ফলাফলটা তাই প্রত্যাশিত ছিল। অপেক্ষা ছিল শুধুই আনুষ্ঠানিকতার। সোমবার দুপুরে সেই অপেক্ষাও দূর হয়েছে।

ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের প্রথম স্তরের ম্যাচে কক্সবাজারে মুখোমুখি হয় ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ। বৃষ্টির বাগড়ায় নিষ্প্রাণ ড্র হয়েছে দুই দলের ম্যাচ।

 


শুক্রবার ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিনের খেলা হয়নি। পরদিন ব্যাট-বলের লড়াইয়ে জমে ওঠে ম্যাচ। শেষ দুদিন আবারও বৃষ্টি। রোববার বৃষ্টির বাগড়ায় দিনের খেলা পরিত্যক্ত হয়। আজও একই কারণে একটি বলও মাঠে গড়ায়নি।  ফলে দুপুরে ম্যাচ ড্র ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। দুই দলকে ২ পয়েন্ট করে দেওয়া হয়েছে।
ম্যাচের দ্বিতীয় দিন পুরো ৯০ ওভার খেলা হয়। টস জিতে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ৩০৯ রান সংগ্রহ করে ঢাকা বিভাগ। সেঞ্চুরির স্বাদ পান রনি তালুকদার ও সাইফ হাসান। রনি ১২০ ও সাইফ ১০৬ রান করেন। সাইফ ১০৬ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসটি আরও বড় হতে পারত। কিন্তু বেরসিক বৃষ্টিতে মাঠে নামারই সুযোগ পেলেন না অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়