ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাশরাফির ১০ বলের জাদু

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাশরাফির ১০ বলের জাদু

তিন বছর পর প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে বোলিংটা ভালোই করলেন মাশরাফি বিন মুর্তজা। দ্বিতীয় ইনিংসে ১২ রানে ৩ উইকেটসহ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। ছবি: মিলটন আহমেদ

ক্রীড়া প্রতিবেদক : প্রথম ইনিংসে বোলিংটা ভালোই করেছিলেন। কিন্তু উইকেট পেয়েছিলেন মাত্র একটি। তবে মাশরাফি বিন মুর্তজা দ্বিতীয় ইনিংসে বল হাতে জাদু দেখালেন। নিজের মাত্র ১০ বলের মধ্যে তুলে নিলেন তিন-তিনটি উইকেট!

মাশরাফি সবশেষ প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছিলেন ২০১৪ সালে। তিন বছর পর আবার বড় পরিসরের ক্রিকেটে ফিরেছেন। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের আগে নিজেকে ঝালিয়ে নিতেই ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগে খেলছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম রাউন্ডে খুলনার হয়ে রংপুরের বিপক্ষে প্রথম দিনে তিন স্পেলে মাশরাফি বোলিং করেছিলেন ১৩ ওভার। ৫৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এর ২২ রানই দিয়েছিলেন অবশ্য দুই ওভারের শেষ স্পেলে। প্রথম দুই স্পেলে বোলিংটা ভালোই করেছিলেন। কিন্তু উইকেট মেলেনি।



দ্বিতীয় দিনে নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পান মাশরাফি। রংপুরের শেষ ব্যাটসম্যান সোহরাওয়ার্দী শুভ ছিলেন প্রথম ইনিংসে মাশরাফির একমাত্র শিকার। প্রথম ইনিংসে মাশরাফির বোলিং ফিগার ১৪.৩-২-৬১-১।

সোমবার ম্যাচের শেষ দিনে মাশরাফি দ্বিতীয় ইনিংসে বল হাতে ঝরালেন আগুন, ছড়ালেন উত্তাপ। দ্বিতীয় ইনিংসে ম্যাশের বোলিং ফিগারটা দেখুন ৪-১-১২-৩! দুর্দান্তই বটে!

মাশরাফি বোলিং শুরু করেছিলেন মেডেন ওভার নিয়ে। দ্বিতীয় ওভারে ৩ বলের মধ্যে তুলে নেন ২ উইকেট। তৃতীয় বলে নাসির হোসেনকে ফেরান উইকেটকিপার নুরুল হাসান সোহানের ক্যাচ বানিয়ে। পঞ্চম বলে জিয়াউর রহমানের হাতে ক্যাচ তুলে দেন মাহমুদুল হাসান। এই ওভারে মাশরাফি একটি রান দিয়েছেন নো বল থেকে।



তার তৃতীয় ওভারে প্রথম তিন বলে দুটি চার হাঁকিয়েছিলেন জাহিদ জাবেদ। তবে শেষ বলে তিনি এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আরিফুল হককে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে আর একটি ওভারই বোলিংয়ের সুযোগ পেয়েছিলেন মাশরাফি। দিনের বাকি সময়টা খেলা হলে মাশরাফির উইকেট-সংখ্যাও বাড়তে পারত!

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম ওয়ানডে ১৫ অক্টোবর। ২২ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডেও খেলবেন মাশরাফি। একই মাঠে দ্বিতীয় রাউন্ডে খুলনা খেলবে বরিশালের বিপক্ষে।


#‘মাশরাফির বোলিং দেখে মনে হয়নি অনেক দিন পর খেলছে’
 



রাইজিংবিডি/ঢাকা/১৮ সেপ্টেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়