ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৬ রানের আক্ষেপ ইয়াসিরের

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ২৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬ রানের আক্ষেপ ইয়াসিরের

ইয়াসির আলী চৌধুরী। (ছবি: জনি সোম)

ক্রীড়া প্রতিবেদক: ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খেলার সুযোগ ছিল না ইয়াসির আলী চৌধুরীর। বিসিবির এইচপি ক্যাম্পের হয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন ডানহাতি এ ব্যাটসম্যান।

দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রামের জার্সি গায়ে জড়িয়ে দ্যূতি ছড়িয়েছেন ইয়াসির। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে ৯৪ রানের নজরকাড়া ইনিংস উপহার দেন। মাত্র ৬ রানের জন্য তিন অঙ্ক ছুঁতে পারেননি।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে দারুণ ব্যাটিং করে ৮০ রানে অপরাজিত থাকেন ইয়াসির। বিরতির পর ১৪ রান যোগ করে সেঞ্চুরির খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। কিন্তু নার্ভাস নাইন্টিজের শিকার ২১ বছর বয়সি এ ক্রিকেটার। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থেকে শরীফুল ইসলামের বলে আউট হন। তার ক্যাচটি নেন ফরহাদ হোসেন।

১৬৩ বলে ১৪ চার ও ২ ছক্কায় ৯৪ রানের ইনিংসটি সাজান ইয়াসির। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১৩তম হাফ-সেঞ্চুরি। ইয়াসিরের আউট হওয়ার সময় দলের স্কোর ৪ উইকেটে ২০৮ রান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়