ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনায় বিসিবির মাঠ কর্মীদের টিভি দিল ওয়ালটন

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ২৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় বিসিবির মাঠ কর্মীদের টিভি দিল ওয়ালটন

আব্দুল্লাহ এম রুবেল : খুলনাসহ দেশের চার ভেন্যুতে চলছে ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগ ২০১৭-১৮। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ওয়ালটন এবার নিয়ে টানা সপ্তমবারের মতো এ লিগের পৃষ্ঠপোষকতা করছে। লিগের পৃষ্ঠপোষকতার পাশাপাশি ওয়ালটন ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশে থেকেছে। এরই অংশ হিসেবে এবার ওয়ালটন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে কর্মরত মাঠ কর্মীদের একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন প্রদান করেছে। 

রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১৯তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষে এ টিভি হস্তান্তর করা হয়। খুলনার মাঠকর্মীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ওয়ালটন কর্তৃপক্ষ তাদের এ টেলিভিশনটি দেয়ার সিদ্ধান্ত নেয়।



শেখ আবু নাসের স্টেডিয়ামের সহকারি কিউরেটর মোঃ নাজমুল হকের হাতে টেলিভিশনটি তুলে দেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিলটন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির বয়স ভিত্তিক ক্রিকেটের নির্বাচক হান্নান সরকার, খুলনার গল্লামারি শাখা ওয়ালটন প্লাজার ম্যানেজার জাকিরুল ইসলাম, আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার আব্দুস সাত্তার কচি, খুলনা বিভাগীয় ক্রিকেট দলের কোচ ইমদাদুল বাশার রিপন, সহকারি কোচ মনোয়ার আলী মনু, ম্যানেজার মোস্তাফিজুর রহমান বাবলু ও অন্যান্য মাঠকর্মীবৃন্দ।



রাইজিংবিডি/খুলনা/২৪ সেপ্টেম্বর ২০১৭/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়