ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নাসিরের সেঞ্চুরিতে জবাব দিচ্ছে রংপুর

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ২১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাসিরের সেঞ্চুরিতে জবাব দিচ্ছে রংপুর

সেঞ্চুরির পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন নাসির হোসেন || (ছবি : রেজাউল করিম)

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ তথা শেষ রাউন্ডে মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগ ও রংপুর বিভাগ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশাল বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৩৩৫ রান সংগ্রহ করেছে। জবাবে নাসির হোসেনের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছে রংপুর বিভাগ। বরিশাল বিভাগের চেয়ে এখনো তারা ৭১ রানে পিছিয়ে রয়েছে। ক্রিজে আছেন নাসির হোসেন (১০১*) ও আরিফুল হক (৩৪*)। তারা দুজন তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

৬ উইকেট হারিয়ে ২৮০ রান তুলে প্রথম দিন শেষ করা বরিশাল বিভাগ আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে আবার ব্যাট করতে নামে। বাকি চারটি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে আর ৫৫ রান যোগ করতে সক্ষম হয় তারা। তাতে সবকটি উইকেট হারিয়ে ৩৩৫ রান সংগ্রহ করে বরিশাল। ব্যাট হাতে বরিশালের সোহাগ গাজী সর্বোচ্চ ৯৯ রান করেন। ৫৮ রান করেন মো. নুরুজ্জামান। ৫০টি রান আসে আল-আমিনের ব্যাট থেকে। এ ছাড়া মোসাদ্দেক হোসেন ৩৫ ও রাফসান আল মাহমুদ ২৫ রান করেন। বল হাতে রংপুরের শুভাশীষ রায়, আরিফুল হক ও তানভীর হায়দার ৩টি করে উইকেট নেন। অপর উইকেটটি নেন সাজেদুল ইসলাম।

 


             দিনশেষে মাঠ ছাড়ছেন নাসির হোসেন ও আরিফুল হক || (ছবি : রেজাউল করিম)


জবাবে রংপুর বিভাগ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৮ রানেই প্রথম উইকেট হারায়। ৪২ রানে দ্বিতীয় ও ৮১ রানে তৃতীয় উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে নাঈম ইসলাম ও নাসির হোসেন দলের হাল ধরেন। তারা দুজন ১০৪ রানের জুটি গড়েন। এরপর দলীয় ১৮৫ রানের মাথায় নাঈম ব্যক্তিগত ৫৪ রানে সাজঘরে ফেরেন। কিন্তু নাসির থাকেন অবিচল। পঞ্চম উইকেটে আরিফুল হককে সঙ্গে নিয়ে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন পার করেন। তুলে নেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।

 


         মাঠ ছাড়ার আগে ছবির জন্য পোজ দিচ্ছেন নাসির হোসেন || (ছবি : রেজাউল করিম)


আগামীকাল নাসির তার এই ইনিংসটিকে কতদূর টেনে নিতে পারেন সেটা দেখার বিষয়। পাশাপাশি দেখার বিষয় তার ও সতীর্থদের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে কতদূর যেতে পারে রংপুর।

রংপুরের যে চারটি উইকেটের পতন ঘটেছে তার ৩টিই নিয়েছেন বরিশালের মনির হোসেন। অপরটি নিয়েছেন সালমান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ ডিসেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়