ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পরাজিত প্রার্থীর কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৩০

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরাজিত প্রার্থীর কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৩০

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৩০ জন আহত হয়েছে।

শুক্রবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোড়ে সংঘর্ষ হয়। পুলিশ এই ঘটনায় ১৫ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সিটি করপোরেশনের নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ মানিক ১৮৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল মঞ্জুম কুঠিয়াল পান ১৮৯৩ ভোট।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কাউন্সিলর প্রার্থী আবুল মঞ্জুম কুটিয়াল অভিযোগ তোলেন তাকে জোর করে হারিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এমন অভিযোগে তার কর্মী-সমর্থকরা নির্বাচন কমিশন অফিস ঘেরাও করার জন্য সাহেবগঞ্জ থেকে মিছিল নিয়ে আসছিল। মিছিলটি নগরীর সেন্ট্রাল রোড়ে আসামাত্র পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা পুলিশের উপর চড়াও হয়। শুরু হয় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ৩০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করেছে। 

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম জানান, বিক্ষোভকারীরা পুলিশের উপর চড়াও হলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।



রাইজিংবিডি/রংপুর/২২ ডিসেম্বর ২০১৭/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়