ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আটক ১২ শিবিরকর্মীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আটক ১২ শিবিরকর্মীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

নিজস্ব প্রতিবেদক, রংপুর : দিনাজপুরে নাশকতা ঘটানোর পরিকল্পনা করার মামলায় আটক ১৩ ছাত্রশিবির কর্মীর মধ্যে ১২ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ ও ১ জনকে ১ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

 

এদিকে বুধবার আরো ১ জন শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফ এম আহসানুল হকের আদালতে ছাত্রশিবিরের ১৩ কর্মীকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

 

শুনানি শেষে বিচারক মামলার প্রধান আসামি মো. আবু একরামকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

আটক অপর ১২ আসামি মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আনিছুর রহমান, আখতারুজ্জামান, মো. রায়হান, নয়ন হাসান, রাসেল ইসলাম, জাকির হোসেন, সাবিরুল ইসলাম, মো. তুহিন,  আশিকুজ্জামান এবং মোস্তাফিজুর রহমানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান বৃহস্পতিবার আসামিদের জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে।

 

এদিকে নাশকতা ঘটানোর পরিকল্পনা করার মামলায় বুধবার ভোরে কোতোয়ালি পুলিশ শহরের দক্ষিণ বালুবাড়ি ঢাকাইয়াপট্টির গাজী ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের আরেক কর্মী আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে। তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

রাইজিংবিডি/রংপুর/৪ জানুয়ারি ২০১৭/নজরুল মৃধা/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়