ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জিততে রেকর্ড গড়তে হবে ঢাকা মেট্রোকে

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিততে রেকর্ড গড়তে হবে ঢাকা মেট্রোকে

ক্রীড়া প্রতিবেদক: খুলনা বিভাগের বিপক্ষে জিততে হলে রেকর্ড গড়তে হবে ঢাকা মেট্রোকে।

 

জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ ৪৫১ রান করে জয়ের রেকর্ড ঢাকা মেট্রোর। ২০০০ সালে বিমানের বিরুদ্ধে ৪৫১ রান করে জিতেছিল ঢাকা মেট্রো। এবারও তাদের সামনে পাহাড় সমান লক্ষ্য।

 

খুলনা বিভাগ ওয়ালটন ১৮তম জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে ঢাকা মেট্রোকে ৫০৯ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে। পাহাড় সমান লক্ষ্যের পথে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে ঢাকা মেট্রো। পেসার আল-আমিন হোসেনের বলে সাজঘরে ফিরেছেন শামসুর রহমান (১৩)। এ মুহুর্তে ব্যাটিং করছেন সাদমান ইসলাম (৫) ও মেহরাব হোসেন জুনিয়র (৮)।

 

এর আগে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৪২৩ রান করে ইনিংস ঘোষণা করে খুলনা বিভাগ। ব্যাট হাতে চলতি লিগের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন তুষার ইমরান। ১৩৮ রানে তার ইনিংসটি থামান মেহরাব জুনিয়র। ১৫৩ বলে ১২ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজান তুষার। এছাড়া ১২২ রান করেন এনামুল হক বিজয়। প্রথম ইনিংসে ৮৫ রানের লিড পায় খুলনা বিভাগ। প্রথম ইনিংসে খুলনার করা ২০৭ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ১২২ রানে গুটিয়ে যায় ঢাকা মেট্রো।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ