ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাভারে চুলার আগুনে দগ্ধ হয়ে দম্পতির মৃত্যু

সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৬, ৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাভারে চুলার আগুনে দগ্ধ হয়ে দম্পতির মৃত্যু

ওই বাড়ি সামনে মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে দম্পতির মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে সাভার পৌরসভার ভাগলপুর এলাকায় তাজুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই বাড়ির ভাড়াটে রওশন আলী (৫০) ও তার স্ত্রী খায়রুন নেসা (৪০)।

এ সময় শিশুসহ ছয়জন দগ্ধ হন। তাদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার ভোর ৫টার দিকে খায়রুন নেসা প্রতিদিনের মত রান্না করতে যান। ম্যাচের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় রওশন আলী স্ত্রীকে বাঁচাতে গেলে তিনি আগুনে দগ্ধ হন। আগুন পুরো ফ্লাটে ছড়িয়ে পড়লে রওশন আলীর ছেলে-মেয়ে ও শিশুসহ ছয়জন দগ্ধ হন।

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ নাসির হোসেন জানান, দগ্ধ দম্পতিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, আগের রাতে ভুলবশত চুলায় গ্যাস ছেড়ে রাখা হয়। এতে প্রচুর গ্যাস বের হয়। সকালে ম্যাচের কাঠি জ্বালালে পুরো ঘরে আগুন ধরে যায়। এতে এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

 

 

রাইজিংবিডি/সাভার/৭ জানুয়ারি ২০১৬/সাফিউল ইসলাম সাকিব/উজ্জল  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়