ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রেকর্ড ভাঙলেন রোনালদো

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৪, ২৪ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেকর্ড ভাঙলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রীড়া ডেস্ক : এবারের মৌসুমটা বড় কোনো ট্রফি ছাড়াই শেষ হয়েছে রিয়াল মাদ্রিদের। তবে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ব্যক্তিগত অর্জনে নিজেকে করেছেন সমৃদ্ধ।

 

শনিবার লা লিগায় মৌসুমের শেষ ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকে গেতাফেকে ৭-৩ গোলে উড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। রিয়ালের আগের লিগ ম্যাচে এসপানিওলের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। এ মৌসুমে এটা তার সপ্তম লিগ হ্যাটট্রিক। গেতাফের বিপক্ষে হ্যাটট্রিক করে এক মৌসুমে নিজের করা সর্বোচ্চ গোলের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন এই পর্তুগিজ তারকা।

 

এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬১টি। এর আগে ২০১১-১২ মৌসুমে ৬০ গোল করেছিলেন রিয়াল ফরোয়ার্ড। এবার নিজের আগের রেকর্ড নিজে ভেঙে নতুন উচ্চতায় উঠলেন সিআর-সেভেন।

 

লা লিগার এ মৌসুমে সর্বোচ্চ গোলের পুরস্কার পিচিচি ট্রফিও রোনালদোর হাতেই উঠতে যাচ্ছে। লিগে এ মৌসুমে মোট ৪৮ গোল করেছেন রিয়াল তারকা। ৪৩ গোল নিয়ে রোনালদোর পরে রয়েছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। এবার নিয়ে মেসির সমান তিনবার পিচিচি ট্রফি রোনালদোর।

 

এ ছাড়া রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার আরো কাছে চলে এলেন রোনালদো। আর মাত্র ১১ গোল করলেই কিংবদন্তি রাউল গঞ্জালেসকে ছাড়িয়ে রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন পর্তুগিজ তারকা। রিয়ালের জার্সিতে রোনালদোর গোলসংখ্যা এখন ৩১৩টি। ৩২৩ গোল নিয়ে রেকর্ডটি নিজের দখলে রেখেছেন প্রাক্তন তারকা রাউল।

 

এই মুহূর্ততে অবশ্য রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন চলছে। তবে আগামী মৌসুমে রিয়ালে থাকলেই রাউলকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়বেন তিনবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৫/পরাগ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়