ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত ২

ফয়সাল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫২, ১১ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত ২

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন।

 

শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আবদুর রশিদ (৪৫) ও তরিকুল ইসলাম (২৮)।

 

জানা যায়, মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত আবুল হোসেন বিশ্বাসের ছেলে আবদুর রশিদ ও আবদুল মমিনের ছেলে তরিকুল ইসলাম ভারত থেকে গরু আনার জন্য শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন। পরে ভোররাতে ভারত সীমান্ত থেকে গরু আনার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আবদুর রশিদ ও তরিকুল আহত হন। আবদুর রশিদ ভারত সীমান্তে পড়ে থাকেন এবং তরিকুল বাংলাদেশে চলে আসেন।

 

মহেশপুর থানার ওসি শাহীদুল ইসলাম শাহীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি আহত আবদুর রশিদ ভারতের নদীয়া জেলার সত্যিনগর হাসপাতালে ভর্তি রয়েছে। তরিকুল ইসলাম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’ 

 

 

 

রাইজিংবিডি/ঝিনাইদহ/১১ জুলাই ২০১৫/ফয়সাল আহমেদ/ইভা/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়