ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শহরের ভিতরে গুপ্ত শহরে || শিহাব সরকার

শিহাব সরকার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৫, ১১ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শহরের ভিতরে গুপ্ত শহরে || শিহাব সরকার

অলংকরণ : অপূর্ব খন্দকার

 

 

 

 

 

 

 

 

 



ভালোবাসা ফিরে এলে পথগুলো থইথই
ঝালরে-নকশায় ভেসে যায় কত গন্দোলা
চারদিকে সেরেনাদ, যুবক ভুলেছে হইচই
ভোর থেকে শুরু বজ্র-বিদ্যুতে মনদোলা।

ঘাট থেকে সিঁড়ি বেয়ে বাইজি দরোজা
ভিতরে ঘুঙুর, শিউলির ঘ্রাণ আসে
হীরা পান্না হবে তুমি আজ ধরো যা
লন্ঠনে চিনিনি, ঘোমটা খসেছে প্রাতরাশে।

এটা খারাপ পাড়া, নেচে নেচে ক্লান্ত নারী।
শহরের ভিতরে গুপ্ত শহরে
যেতে চেয়েছি কতবার, ছেড়েছি বাড়ি
গন্দোলা করে যাই, ছাইপাশ গিলি নীল নহরে।

আশেপাশে ঘোরে অশরীরী, তারা না করে
বাইজির ভিতরে জাগি অথই সাগরে।  




রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৫/তাপস রায়/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়