ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাতে ঢাকা ছেড়েছেন মামুনুলরা

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০১, ২৭ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাতে ঢাকা ছেড়েছেন মামুনুলরা

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে খেলতে বুধবার রাতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রাত দেড়টার ফ্লাইটে মালয়েশিয়ার পথে রওনা হয় ফুটবল দল। ৩ সেপ্টেম্বর পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ২৯ আগস্ট মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মামুনুল ইসলামের দল।

বুধবার রাতে ঢাকা ছাড়ার আগে সকালে শেষবারের মতো শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে নিজেদেরকে ঝালিয়ে নেন লোডভিক ডি ক্রইফের শিষ্যরা। দলের সব ফুটবলার ছিলেন বেশ উৎফুল্ল। বঙ্গবন্ধু গোল্ড কাপে আশানুরূপ পারফরম্যান্সের পর ফুটবলাররা বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।

ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে এশিয়া জোনের ‘বি’গ্রুপে গত দুই ম্যাচে নিজেদের মাঠে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হারের পর তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। পক্ষান্তরে নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তানকে ২-১ গোলে হারায় অস্ট্রেলিয়া।

বুধবার রাতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে ৩৩ সদস্যের বাংলাদেশ  দল। এর মধ্যে রয়েছে ২৩ ফুটবলার। বাকি সব দলের কর্মকর্তা। মালয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো পারফরম্যান্স করতে পারলে অস্ট্রেলিয়ার ম্যাচে আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যাবে বলে মনে করছেন দলীয় অধিনায়ক মামুনুল ইসলাম। লাল-সবুজের জার্সীধারীদের অধিনায়কের ভাষ্য, ‘মালয়েশিয়ার বিরুদ্ধে এর আগে বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলেছি। এবার তাদের মাটিতে তাদের বিপক্ষে খেলব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে যদি মালয়েশিয়ার বিপক্ষে আমরা ভালো খেলি তাহলে আত্মবিশ্বাস বেড়ে যাবে। এই মুহুর্তে আমরা চাঙ্গা আছি। কোনো মানসিক চাপ নেই। তাই নিজেদের সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো কিছু করা সম্ভব।’

আশার বাণী শুনিয়ে দুটি ম্যাচ খেলতে যাত্রা শুরু করেছেন মামুনুলরা। দুই অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ কতুটুকু সাফল্য নিয়ে ফিরতে পারে, সেটাই দেখার বিষয়।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/২৭ আগস্ট ২০১৫/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়