ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

২ হাজার কোটি টাকার বেশি আয়কর আদায়

এম এ রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ২২ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২ হাজার কোটি টাকার বেশি আয়কর আদায়

অর্থনৈতিক প্রতিবেদক : আজ শেষ হলো সপ্তাহব্যাপী আয়কর মেলা। মেলায় রেকর্ড ২ হাজার ৩৫ কোটি ৩২ লাখ টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 

এবার ২০১৪ সালের আয়কর মেলার চেয়ে ৩৬০ কোটি ৩২ লাখ টাকা বেশি আয়কর আদায় হয়েছে। গত বছর মেলায় রাজস্ব আদায় হয়েছিল ১ হাজার ৬৭৫ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৪৫১ টাকা।

 

মেলায় সাত দিনে কর সেবা নিয়েছেন ৭ লাখ ৫৭ হাজার ৭৫৪ জন করদাতা।  রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ৬১ হাজার ৬০ জন।

 

মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে সাত দিনব্যাপী আয়কর মেলা শেষে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এসব তথ্য জানান।

 

মেলার সপ্তম দিনে আয়কর আদায় হয়েছে ৩৯৪ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ১৩২ টাকা। এই দিনে কর সেবা নিয়েছেন ১ লাখ ৭ হাজার ১৮৫ জন করদাতা। আয়কর রির্টার্ন দাখিল করেছেন ৩৮ হাজার ২০৫ জন।

 

২০১৪ সালের আয়কর মেলায় রিটার্ন জমা পড়েছিল ১ লাখ ৪৯ হাজার ৩০৯টি। কর সেবা দেওয়া হয়েছিল ৬ লাখ ৪৯ হাজার ১৮৫ জন করদাতাকে।

 

ষষ্ঠ দিন (সোমবার) মোট আয়কর আদায় হয়েছিল ৩০২ কোটি ২০ লাখ টাকা। এদিন কর সেবা দেওয়া হয় ১ লাখ ১৬ হাজার ৪৩০ জন করদাতাকে।রিটার্ন দাখিল করেন ২৪ হাজার ৭৪৯ জন করদাতা।

 

বিকেলে এনবিআর সদস্য (আয়কর) আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক ও বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

 

আজ ঢাকা ও সাতটি বিভাগসহ ১৫টি জেলা, ১৫টি উপজেলায় আয়কর মেলা হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৫/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়