ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঈদে রাজধানীর নিরাপত্তায় ১২ হাজার পুলিশ

বাপ্পা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৫, ২৪ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদে রাজধানীর নিরাপত্তায় ১২ হাজার পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর নিরাপত্তায় ১২ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে জাতীয় ঈদগাহের নিরাপত্তাসহ সব দিক ঘুরে দেখেন কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহ ময়দান ও বায়তুল মোকাররম মসজিদ সিসি টিভি ক্যামেরা দিয়ে সার্বক্ষনিক পর্যবেক্ষণ করা হবে। পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং সোয়াট টিম থাকবে। জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম মসজিদ ছাড়াও অন্যান্য যে সকল স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সেখানে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও নজরদারি রাখবে।  র্যা ব ও এপিবিএনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পুলিশ।

চামড়া পাচারের বিষয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, চামড়া যাতে পাচার হতে না পারে সেজন্য রাজধানীর বহির্গমনের ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৫/বাপ্পা/দিলারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়