ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাটুরিয়ায় ঘাটে গাড়ির তীব্র চাপ

আশরাফুল আলম লিটন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাটুরিয়ায় ঘাটে গাড়ির তীব্র চাপ

লঞ্চ ঘাটে যাত্রীরা

মানিকগঞ্জ প্রতিনিধি : ঈদে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। আর অতিরিক্ত যানবাহনের তীব্র চাপে পাটুরিয়া ঘাটে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

দীর্ঘ সময় পাড়ের অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাচ্ছে যাত্রীরা। লঞ্চ ঘাটেও দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়।  

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের এজিএম মো. জিল্লুর রহমান জানান, সকাল থেকেই ঘাট এলাকায় প্রচুর যানবাহনের চাপ পড়েছে। তবে পরিবহনগুলোকে সুশৃঙ্খলভাবে পাড় করা হচ্ছে।

নদীতে একটু ¯্রােত থাকায় ফেরি পারাপারে কিছুটা সময় বেশি লাগছে। দুপুরের দিকে ঘাটে যানবাহনের সারি প্রায় তিন কিলোমিটার ছাড়িয়ে যায়। তবে, ঘাটে বেশ কিছু কাটালাইনের গাড়ি আসায় যানজটের সৃষ্টি হচ্ছে।

১৯ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে বলে তিনি আরো জানান।

এদিকে পাটুরিয়া ঘাটে লঞ্চ পারাপার যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে।

 

 

 

রাইজিংবিডি/ মানিকগঞ্জ/ ২৪ সেপ্টেম্বর ২০১৫/আশরাফুল আলম লিটন/রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়